মাদ্রাসা থেকে অব্যাহতি পত্র লেখার নিয়ম
মাদ্রাসা থেকে অব্যাহতি পত্র লেখার সঠিক নিয়ম এবং প্রক্রিয়া সম্পর্কে জানুন। বিস্তারিতভাবে কীভাবে একটি আনুষ্ঠানিক অব্যাহতি পত্র লিখতে হয় এবং এতে কি ধরনের তথ্য থাকতে হবে, তা তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত পাঠক বৃন্দ আজকে আপনারা এই আর্টিকেল থেকে জানতে পারবেন কিভাবে মাদ্রাসা শিক্ষকতা চাকরি হতে অব্যাহতি লেটার লিখতে হয়। অনেক সময় দেখা যায় আমরা মাদ্রাসা কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে চাকরিতে অব্যাহতি দিতে ইচ্ছুক হই কিন্তু সঠিক কোন গাইডলাইন পাইনা যেভাবে করে অব্যাহতি লিটার লিখলে এটি আপনার মান সম্মানকে আরো সমুন্নত করে তাই আমরা এখানে একটি নমুনা অব্যাহতি লেটার তুলে ধরলাম।
শুধুমাত্র আপনার নাম এবং কারণ প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে অব্যাহতি লেটার প্রদান করতে পারেন।
মাদ্রাসা থেকে অব্যাহতি পত্র নমুনা কপি
বরাবর,
প্রিন্সিপাল,
আস-সুন্নাহ ইনস্টিটিউট বাংলাদেশ।
উত্তর তালবাগ, ব্যাংক কলোনি, সাভার, ঢাকা।
বিষয়: চাকুরী হতে অব্যাহতি পত্র।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মুহাম্মাদ উমর ফারুক আপনার প্রতিষ্ঠানের একজন ' হিফজুল কুরআন' বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছি।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার ব্যক্তিগত সমস্যার কারণে আগামী ০১-১১-২০২৪ ইং হতে পত্র প্রতিষ্ঠানে চাকরি করা সম্ভব হচ্ছে না।
তাই আগামী ০১-১১-২০২৪ ইং তারিখ হইতে চাকরি থেকে অব্যাহতি নীতিতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের সমীপে প্রার্থনা এই যে, আমি আন্তরিকভাবে দুঃখিত উক্ত ০১-১১-২০২৪ ইং তারিখ হইতে আমাকে অব্যাহতি দিতে মর্জি হয়।
নিবেদক
মুহাম্মাদ উমর ফারুক
শিক্ষক, হিফজুল কোরআন বিভাগ।
আস-সুন্নাহ ইনস্টিটিউট বাংলাদেশ।
উত্তর তালবাগ, ব্যাংক কলোনি, সাভার ঢাকা।
প্রিয় ভিজিটর এটাই ছিল মাদ্রাসা চাকরি হতে অব্যাহতি লেটার লেখার নিয়ম। আপনারা আপনাদের মনের মত করে একইভাবে অব্যাহতি লেটার লিখতে পারেন।