টেলিটক নাম্বার দেখার উপায়

0
5
টেলিটক নাম্বার দেখার উপায়
টেলিটক নাম্বার দেখার উপায়

২০২৪ সালে টেলিটক নাম্বার দেখার উপায় যদি আপনি না জানেন তাহলে আজকের ব্লগ আপনার জন্য।

টেলিটক সিম কোম্পানি বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। ফলে তাদের গ্রাহক সংখ্যা বেড়েছে। মানুষ এখন গুগলে সার্চ করে জানতে চায় কিভাবে টেলিটক নাম্বার দেখবো, কিভাবে টেলিটক নাম্বার দেখা যায় বা এর ব্যালেন্স চেক করা অফার চেক করার কোড গুলো সম্পর্কে জানতে চায়।

তাই তো আজকের আর্টিকেলে সাজিয়ে গুছিয়ে টেলিটক নাম্বার দেখা ব্যালেন্স দেখা অফার এবং কিভাবে টেলিটক সিমের লোন নিতে হয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

টেলিটক সম্পর্কিত Blog এক-নজরে

  • টেলিটক নাম্বার দেখার উপায়
  • টেলিটক নাম্বার দেখার কোড
  • টেলিটক নাম্বার এমবি দেখার উপায়
  • টেলিটকে কিভাবে লোন নিতে হয়
  • টেলিটক এমবি অফার
  • টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার
  • টেলিটক ব্যালেন্স চেক কোড
  • টেলিটক মিনিট অফার চেক কোড
  • টেলিটক অফার দেখার নিয়ম
  • টেলিটক ৯৭ টাকায় ১০ জিবি

 

টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক নাম্বার দেখার উপায়

টেলিটক নাম্বার দেখার উপায় হল: প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়েল ফেটে চলে যেতে হবে।

এবার টাইপ করুন: *551# এবং ডায়াল করুন।

ফিরতি  একটি Pop-up মেসেজের মাধ্যমে টেলিটক নাম্বারটি দেখতে পারবেন।

টেলিটক নাম্বার দেখার নিয়ম: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- W এবার সেন্ড করুন- 321 একটি মেসেজের মাধ্যমে আপনার টেলিটক নাম্বারটি জানিয়ে দেওয়া হবে।

টেলিটক নাম্বার দেখার কোড – *551#

টেলিটক নাম্বার এমবি দেখার উপায়

টেলিটক এ কত ইন্টারনেট অবশিষ্ট আছে তা জানতে একটি কোড ডায়াল করতে হবে।

প্রথমে আপনি আপনার মোবাইল এর ডায়াল অপশনে চলে যান এরপর ডায়াল করুন- *152# পরবর্তী মেসেজের মাধ্যমে টেলিটক সিমে কত এমবি বা ইন্টারনেট অবশিষ্ট আছে তা জানিয়ে দেওয়া হবে।

টেলিটক নাম্বার এমবি দেখার কোড – *152#

টেলিটক লোন নেওয়ার কোড

টেলিটক সিমের লোন পেতে ডায়াল করুন- *1122# নম্বরে, তাহলে আপনি টেলিটক সিমের নির্ধারিত লোন পেয়ে যাবেন।

অথবা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- ‘Loan এবার পাঠিয়ে দিন 1122 এই নম্বরে চার্জ একদম ফ্রি।

টেলিটক লোন নেওয়ার কোড – *1122#

টেলিটক এমবি অফার দেখার কোড

টেলিটক সিমে সকল ধরনের ইন্টারনেট অফার দেখতে বা কিনতে ডায়াল করুন- *111*611# এই নম্বরে। তাহলে আপনি বর্তমান টেলিট হবে কি ইন্টারনেট অফার আছে তা জানতে পারবেন।

টেলিটক এমবি অফার দেখার কোড – *111*611#

টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার

টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য ডায়াল করুন- 121 যেকোনো সময় যেকোন যে কোন প্রয়োজনে খোলা রয়েছে টেলিটক হেল্প লাইন। 01500121121 কলের প্রথম ১.৩০ মিনিট কোন ধরনের চার্জ কাটবেনা।

টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার- 121

টেলিটক ব্যালেন্স চেক কোড

টেলিটকের ব্যালেন্স চেক করতে USSD কোড ব্যবহার করতে পারবেন। এবং তার ব্যবহার করতে পারবেন।

USSD ডায়াল করে টেলিটক ব্যালেন্স চেক করতে প্রথমে আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাড ওপেন করুন- এবার ডায়াল করুন- *152# বর্তমান টেলিটক ব্যালেন্স জানতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই।

গুগল প্লে স্টোর থেকে টেলিটক কোম্পানির অফিসিয়াল সফটওয়্যার ডাউনলোড করে লগইন করেও এক ক্লিকেই টেলিটকের ব্যালেন্স চেক করতে পারবেন।

টেলিটক ব্যালেন্স চেক কোড – *152#

টেলিটক মিনিট অফার চেক কোড

টেলিটক মিনিট অফার চেক করতে মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে টাইপ করুন-  *111# এই কোডটি ডায়াল করে আপনি টেলিটক এর মেনু অপশনে যেতে পারবেন এবং মনের মত করে টেলিটক মিনিট অফার চেক করতে পারবে এবং সেটি কিনতে পারবেন।

টেলিটক মিনিট অফার চেক কোড – *111#

টেলিটক অফার দেখার নিয়ম

Code  ডায়াল করে টেলিটক অফার দেখতে পারবেন বা Apps ডাউনলোড করেও অ্যাপস এর মধ্যে থেকে টেলিটক অফার গুলো দেখতে পারবেন। মিনিট অফার দেখতে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন- *111#

টেলিটক ৯৭ টাকায় ১০ জিবি

টেলিটক সিমে মাত্র 97 টাকায় ১০ জিবি পাচ্ছেন খুব সহজে। মেয়াদ ১০ দিন। অফারটি কিনতে ডায়াল করুন- *111*97# কয়েক সেকেন্ডের মধ্যেই কাঙ্খিত অফারটি আপনার সিমে পেয়ে যাবেন।

টেলিটক ৯৭ টাকায় ১০ জিবি নেওয়ার কোড- *111*97#

টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কিত FAQ:

টেলিটকে কিভাবে ব্যালেন্স দেখে?

প্রথমে আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাড ওপেন করুন- এবার ডায়াল করুন- *152# বর্তমান টেলিটক ব্যালেন্স জানতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই।

গুগল প্লে স্টোর থেকে টেলিটক কোম্পানির অফিসিয়াল সফটওয়্যার ডাউনলোড করে লগইন করেও এক ক্লিকেই টেলিটকের ব্যালেন্স চেক করতে পারবেন।

টেলিটক সিমের নাম্বার দেখে কিভাবে?

টাইপ করুন: *551# এবং ডায়াল করুন।

ফিরতি  একটি Pop-up মেসেজের মাধ্যমে টেলিটক নাম্বারটি দেখতে পারবেন।

টেলিটক ডাটা ব্যালেন্স কিভাবে দেখব?

টেলিটক গ্রাহকগণ সব রকমের ব্যালেন্স চেক করতে সহজেই ডায়াল করুন *152# সব রকম ব্যালেন্স।

টেলিটক থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার?

টেলিটক সিমে সহজেই এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। এজন্য আপনাকে ডায়াল করতে হবে। *121*Pin*amount*number# এখানে তিন নম্বর হিসেবে 1234 অথবা 1234567 এটি ব্যবহার করতে হবে। অ্যামাউন্ট 10 টাকা থেকে পঞ্চাশ টাকা দিতে হবে। এভাবেই টেলিটক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

টেলিটক নাম্বার রেজিস্ট্রেশন চেক?

আপনার টেলিটক সিম টি রেজিস্ট্রেশন চেক করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- info সেন্ড করুন 1600 নম্বরে। পরবর্তী মেসেজে আপনার আইডি দিয়ে নিবন্ধিত সিমের তথ্য জানানো হবে।

টেলিটকে কিভাবে লোন নিতে হয়?

টেলিটক সিমের লোন পেতে ডায়াল করুন- *1122# নম্বরে, তাহলে আপনি টেলিটক সিমের নির্ধারিত লোন পেয়ে যাবেন।

অথবা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- ‘Loan এবার পাঠিয়ে দিন 1122 এই নম্বরে চার্জ একদম ফ্রি।

উপসংহার: টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে একদম সহজে সংক্ষিপ্তভাবে ইনফরমেশন গুলো তুলে ধরলাম। আশা করছি আপনারা টেলিটক গ্রাহক হন অনেক বেশি উপকৃত হতে পারবেন।

More: বাংলালিংক নাম্বার চেক করার কোড

অন্যান্য অপারেটরের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ভিজিট করলে খুশি হব ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here