রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম

0
57
রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম
রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম

রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম এবং অন্যান্য বাংলাদেশের সকল ব্যাংকিং চেক লেখার নিয়ম প্রায় একই রকম। তবে আপনি যদি একদম বেসিকভাবে রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

যে কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনি রূপালী ব্যাংকের চেক সঠিকভাবে লিখতে পারবেন। চলুন জেনে নেয়া যাক রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম সম্পর্কে ।

রূপালী ব্যাংক চেক বইতে যা যা লিখতে হবে

  • সঠিকভাবে তারিখ লিখুন।
  • যে ব্যক্তি / প্রতিষ্ঠানের কাছে টাকা দিতে চান তার নাম লিখুন।
  • শব্দে এবং সংখ্যায় টাকার পরিমাণ লিখুন ‌। দুটির মধ্যে কোন পার্থক্য থাকলে ব্যাংক আপনাকে অথবা প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করবে না।
  • বাংলাদেশী টাকা লিখুন।
  • আপনার ব্যাংকে নিবন্ধিত হাতের স্বাক্ষর সঠিকভাবে লিখুন।
  • চেকের নিজস্ব নম্বর স্পষ্টভাবে লিখুন ( চেকের পিছনে)
  • চেকটি সঠিকভাবে লিখতে পারলে অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে জমা দিন।
  • এবং আপনার ক্যাশ বুঝে নিন।

সতর্কতা: স্বাক্ষরিত চেক কারো কাছে দেবেন না অথবা বেলাঙ্ক চেক কারো কাছে দেবেন না। এতে করে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন।

চেক লেখার সময় লক্ষণীয় বিষয়

  • চেকের কোথাও খালি জায়গা রেখে দিবেন না।
  • ক্যাশ অন ডিমান্ড ইত্যাদি শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • চেক লেখার সময় কোন ভুল হলে তা সংশোধন করার চেষ্টা করবেন না ।
  • নতুন করে চেক লিখুন।

চেক জমা দেওয়ার সময় লক্ষণীয়

  • একটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই করুন এবং নিশ্চিত করুন।
  • চেক জমা দেওয়ার সময় আপনার পরিচয় পত্র ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড সঙ্গে রাখুন।

চেক লেখার আরো টিপস

  • বন্ধুগণ আর্টিকেল পড়ে অনেক সময় চেক লেখার সঠিক নিয়ম বুঝতে না পারলে আপনি রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম লিখে ইউটিউবে সার্চ করুন।
  • এবং একজন সঠিক ব্যক্তি থেকে পরামর্শ নিন। যেমন অনেক জনপ্রিয় youtube চ্যানেল অথবা অনেক জনসমর্থিত ইউটিউব ভিডিও থেকে সহযোগিতা নিন।

চেক লেখার বিষয়ে মনে রাখতে হবে

মনে রাখবেন ঠিক হলো একটি আর্থিক দলিল, তাই চেক লেখার সময় সর্বোচ্চ সতর্ক থাকুন এবং উপরে উল্লেখিত নির্দেশনা গুলো সঠিকভাবে অনুসরণ করুন। ভুল ইনফরমেশন দিলে আপনার চেয়ে একটি বাতিল হতে পারে এবং আপনার একাউন্ট সাময়িকভাবে বন্ধ হতে পারে। অন্যের নামে চেক লিখলে বা অন্যের চেয়ে জালিয়াতির ব্যবহার করলে আপনি সরকার কর্তৃক আইনের আওতায় আসতে পারেন।

রূপালী ব্যাংক কি সরকারি ?

রূপালী ব্যাংক হল পাকিস্তানের আমলের প্রাক্তন ব্যাংকিং প্রতিষ্ঠান। যা বর্তমান বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক।

রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

প্রথমে গুগল প্লে স্টোর থেকে ( Qpay Bangladesh ) অ্যাপ ইন্সটল করুন।

  • অ্যাপটি ওপেন করুন।
  • একটি একাউন্ট খুলুন ‌।
  • এরপরে আপনার কার্ড এড করে নিতে হবে।
  • CARD করার পর CARD অপশনে গিয়ে কার্ড ব্যালেন্সে ক্লিক করতে হবে।

সাথে সাথে আপনি জানতে পারবেন বর্তমানে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কত টাকা অবশিষ্ট আছে।

রূপালী ব্যাংক স্যালারি লোন

আপনি যদি একজন রূপালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি রূপালী ব্যাংক থেকে স্যালারি লোন হিসেবে একটি বড় এমাউন্টের লোন নিতে পারবেন। এর জন্য আপনার নিকটস্থ রূপালী ব্যাংকে যোগাযোগ করতে হবে।

রূপালী ব্যাংক সুইফট কোড

বর্তমান আমাদের অনেক কাজের জন্য রূপালী ব্যাংক গ্রাহকদের SWIFT কোডের প্রয়োজন হয়। রূপালী ব্যাংকের সুইফট কোড হল , RUPBBDDHM BIC রূপালী ব্যাংক বাংলাদেশ।

উপসংহার: রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করছি আপনারা এই আর্টিকেল থেকে অনেক উপকৃত হতে পারবেন।

আরো জানুন } রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

ব্যাংকিং সম্পর্কিত অন্য বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here