বাংলালিংক নাম্বার চেক করার কোড

0
6
বাংলালিংক নাম্বার চেক করার কোড
বাংলালিংক নাম্বার চেক করার কোড

২০২৪ সালে কিভাবে banglalink নাম্বার চেক করবেন ? বাংলালিংক নাম্বার চেক করার কোড গুলো কি কি তা জানতে পারবেন এই Bloger মাধ্যমে।

বাংলালিংক নাম্বার চেক করার কোড

তো ২০২৪ সালে এসে আপনি যদি একজন banglalink ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই Blog টি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে।

সময় সেরা জনপ্রিয় অপারেটর নাম নিঃসন্দেহে banglalink। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যবহৃত সিম কোম্পানি গুলোর মধ্যে এটির অবস্থান অন্যতম। দিন দিন banglalink এর যোগাযোগের সুবিধার জন্য সেবা প্রদানের পদ্ধতি সহজলভ্য করতে অপারেটরি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দর্শক চাহিদার কথা মাথায় রেখে তারা বিভিন্ন সার্ভিস চালু করেছে যার মাধ্যমে banglalink ইউজার সহজেই দেশের সব জায়গায় সিমটি ব্যবহার করতে পারছে।

এই ব্লগের মাধ্যমে তুলে ধরা হচ্ছে: বাংলালিংক সিমের নাম্বার দেখার শর্ট কোড, বিএল মিনিট দেখার কোড, ইন্টারনেট মিনিট এসএমএস কেনার কোড, ব্যালেন্স দেখার কোড, এমবি দেখার শর্ট কোড, এমবি কেনার কোড, বাংলালিংক কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার , etc । নিচে বাংলালিংক এর প্রয়োজনীয় সকল কোড তুলে ধরা হলো।

আজকের Blog এক নজরে। বাংলালিংক নাম্বার চেক করার কোড

  • বাংলালিংক নাম্বার চেক করার কোড
  • বাংলালিংক এমবি চেক করার কোড
  • বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড
  • বাংলালিংক মিনিট চেক করার কোড
  • বাংলালিংক মিনিট অফার দেখার কোড
  • বাংলালিংক এমবি অফার দেখার কোড
  • বাংলালিংক এমবি চেক করার কোড
  • বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার
  • বাংলালিংক ৩ টাকায় ১০০ sms
  • বাংলালিংক এসএমএস কেনার কোড
আজকের ব্লগ থেকে এই বিষয়গুলো জানতে পারবেন।

প্রথমে এই কাজগুলো একদম সহজে করতে পারবেন বাংলালিংক অ্যাপ থেকে তার একটি নমুনা পিকচার নিচে তুলে ধরছি।

বাংলালিংক নাম্বার চেক করার কোড
বাংলালিংক নাম্বার চেক করার কোড

উপরের পিকচারটি তে বাংলালিংক সিমের নাম্বার, balance, এসএমএস, মিনিট, এমবি, এবং সকল চলমান অফার গুলো দেখা যাচ্ছে।

বাংলালিংক নাম্বার চেক করার কোড

প্রথমে আপনার হাতে থাকা মোবাইল বা এন্ড্রয়েড ফোনের ডাল ফেটে যেতে হবে। এবার টাইপ করুন-

*511#

banglalink নাম্বার চেক করার কোড

এই Code Dial করার সাথে সাথেই আপনার ফোনে কার সিমটির সঠিক নাম্বারটি চলে আসবে।

বাংলালিংক নাম্বার চেক করার কোড: *511#

বাংলালিংক এমবি চেক করার Code

মোবাইল ফোনে ডায়াল পেটে গিয়ে টাইপ করুন *5000*500# এবার ডায়াল করুন। ফিরতি এসএমএস এর মাধ্যমে বর্তমান আপনার banglalink এর সিমের এমবির পরিমাণ দেখতে পারবেন।

বাংলালিংক এমবি চেক করার কোড: *5000*500#

বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড

আপনার মোবাইল থেকে বাংলালিংক সিম কার্ড থেকে ব্যালেন্স জানতে চাইলে, মোবাইলের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *124# এবার ডায়াল করুন। ফিরতি মেসেজে বর্তমান আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স দেখানো হবে একটি pop-up sms er মাধ্যমে।

বাংলালিংক মিনিট চেক করার কোড:*124#

আপনার বাংলালিংক সিমে বর্তমানে কত মিনিট রয়েছে তা চেক করার জন্য , প্রথমে ফোনের ডায়াল পেট থেকে ডায়াল করুন *121*1# একটি একটি pop-up মেসেজের মাধ্যমে আপনার বাংলালিংক সিমের বর্তমান মিনিট চেক করতে পারবেন।

বাংলালিংক মিনিট অফার দেখার কোড

বাংলালিংক মিনিট অফার দেখার কোড হচ্ছে: *1100# মোবাইলে ডায়েল ব্যাড থেকে এই কোড ডায়াল করে বর্তমান বাংলালিংক মিনিট অফার দেখতে পারবেন।

বাংলালিংক মিনিট অফার দেখার কোড : *1100#

বাংলালিংক এমবি অফার দেখার কোড

বাংলালিংক আমার অফার গুলো চেক করার জন্য মোবাইলের ডায়াল পেটে গিয়ে টাইপ করুন *888# প্রতিদিন এই কোড ডায়াল করলে বাংলালিংক সিম দিয়ে ইন্টারনেট এর সকল package দেখতে পারবেন।

বাংলালিংক এমবি অফার দেখার কোড: *888#

বাংলালিংক এমবি চেক করার কোড

আপনার মোবাইলে ডায়াল পেটে গিয়ে টাইপ করুন: *5000*500# বর্তমানে আপনার সিমে এমবির পরিমাণ কত ! তা দেখতে পারবেন।

বাংলালিংক এমবি চেক করার কোড: *5000*500#

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

এখন বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার আরো সহজ। মোবাইলে ডায়ালগ শুনে গিয়ে টাইপ করুন: *121# এবং বর্তমান কাস্টমার কেয়ারের সকল সেবা উপভোগ করতে পারবেন একদম ফ্রি।

যদি আপনি বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে চান তাহলে মোবাইলের সিমের ব্যালেন্স রেখে কল করুন- 121 এরপরে তাদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত নাম্বার টাইপ করুন একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে কথা বলবে।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার: 121

বাংলালিংক ৩ টাকায় ১০০ sms

  • সকল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
  • গ্রাহকরা অফারটি কিনতে পারবেন। MyBL অ্যাপ থেকে।
  • গ্রাহকরা এই অফারটি কিনতে মোবাইলের ডায়াল অপশন থেকে টাইপ করুন- *121*1013#
  • Offer ti একাধিকবার কেনা যাবে।
  • মাত্র ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে এই অফারটি।
  • ৩ টাকায় ১০০ এসএমএস চেক করার জন্য ডায়াল করুন- *121*100#
  • আরো বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করুন।
  • বাংলালিংক ৩ টাকায় ১০০ sms Code : *121*1013#

বাংলালিংক FAQ:

banglalink কাস্টমার কেয়ার নাম্বার কি ?

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার হলো: ১২১

বাংলালিংক সিমের মালিক কে ?

  • প্রধান নির্বাহী এরিস আস
  • মালিক : ভিন্ন

banglalink এর ব্যালেন্স কিভাবে দেখে ?

USSD কোড পদ্ধতি: আপনার বাংলালিংক সিম কার্ড থেকে *১২৪# ডায়াল করুন।

মোবাইল অ্যাপ থেকে ব্যালেন্স চেক করা যায় ।

বাংলালিংক কবে প্রতিষ্ঠিত হয় ?

ফেব্রুয়ারির 2005 সালে বাংলালিংক প্রতিষ্ঠিত হয়। বর্তমান বাংলাদেশের সেরা কয়েকটি অপারেটর মধ্যে বাংলালিংক একটি। ৪০ মিলিয়ন গ্রাহকের সাথে যুক্ত রয়েছে বাংলালিংক পরিষেবা।

বাংলালিংক সিমের দাম কত ?

নতুন প্রিপেইড সিমের মূল্য ২৫০ টাকা। তবে অনেক সময় অফারের কারণে অল্প কিছু টাকার মাধ্যমে ও সিম কেনা যায়।

উপসংহার: বাংলালিংক সেবা সহজ করতে আমাদের আজকের এই ব্লগ টিউটোরিয়াল টিপস। এর মাধ্যমে আপনি banglalink এর সকল কোড গুলো পেয়ে গিয়েছেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

More: কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here