কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা

0
42
কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা
কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা

কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলের মাধ্যমে, আপনারা সবাই কালোজিরার তেল ও মধু এর সাথেও পরিচিত আছেন। এটি এমন একটি খাবার যার উপকারিতা সম্পর্কে আপনি জানলে অবাক হবেন।

কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা

কালোজিরার ব্যাপারে 1400 বছর আগে হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মৃত্যু বাদে সকল রোগের ঔষধ কালোজিরা। মধু কোন অংশে কম নয়। মধুতেও রয়েছে অনেক উপকারী উপাদান যা আপনার শরীরকে শক্তিশালী করে। এবার চলুন জেনে নেই কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য।

যাদের ঘুম আসে না: তাদের জন্য মধুর নেশানো এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ কালোজিরা মিশিয়ে ঘুমের পূর্বে পান করতে পারেন। এতে করে অনিদ্রা দূর হয়ে প্রচুর ঘুম হবে।

মাথাব্যথায় কালোজিরা ও মধুর ব্যবহার: যাদের প্রচুর পরিমাণে মাথাব্যথা হয় তারা পরিমাণ মতো কালোজিরা পূর্ণ করে এবং অর্ধেক পরিমাণ গরম লবঙ্গ এবং অর্ধেক পরিমাণ মৌলিক ফল একসাথে মিশিয়ে মাথা ব্যাথার সময় ননিযুক্ত দুধের সাথে সেবন করুন। আর কালোজিরা তেল দ্বারা যন্ত্রণার স্থানে মালিশ করলে ব্যথা নিরাময় হয়।

যৌবন ধরে রাখতে ও লাবণ্যের জন্য কালোজিরা ও মধুর ব্যবহার: কোমল কালোজিরা পাতলা সিরকা এবং এক চামচ পরিমাণ গমের গুড়া মেশাতে হবে। এই মিশ্রণটি সন্ধ্যা বেলায় ত্বকে মালিশ করবেন এবং সকালে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এক সপ্তাহ প্রতিদিন একা দিন বার করতে হবে।

কোরআনে মধুর কথা যেভাবে এসেছে:

কোরআনে বর্ণিত হয়েছে যে, আর মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানি নির্গত হয়, যা মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।সূরা নাহল আয়াত ৬৯।

হাদিসের আলোকে মধুর আলোচনা:

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হলো যে কোন আত্মিক রোগের জন্য, আর মধু হলো দৈহিক রোগের জন্য । ইবনে মাজাহ।

এ হাদিস থেকে আমরা একথা বুঝতে পারি যে একজন মানুষের জন্য মধু অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। অর্থাৎ অধিকাংশ রোগে মধুর ব্যবহার করা যেতে পারে। এবং যাদের আত্মার রোগ রয়েছে তারা বেশি বেশি কোরআন পড়ার ব্যাপারে হাদিসে বুঝানো হয়েছে।

কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা

প্রিয় পাঠক, কালোজিরা তেল ও মধু সম্পর্কে একাধিকবার এর গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে এবং হাদিসের বর্ণিত হয়েছে। তাই নিঃসন্দেহে ধরে নেয়া যায় কালোজিরার তেল ও মধু একসাথে খাওয়ার উপকারিতা অনেক বেশি। তবে চলুন সংক্ষেপে জেনে নেয়া যাক , কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত।

  • স্মরণ শক্তি বৃদ্ধি করে
  • মাথা ব্যথা দূর করে
  • সর্দি কাশি ভালো হয়
  • বাতের ব্যথা দূর করে
  • হার্টের বিভিন্ন সমস্যা দূর করে
  • ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ রাখে
  • পাইলস সমস্যা সমাধান করে
  • শ্বাসকষ্ট হাঁপানি রোগ দূর করে
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
  • যৌন সমস্যা সমাধান করে
  • অনিয়মিত মাসিক সমস্যায়‌ কার্যকরী
  • বুকের দুধ বৃদ্ধি করে 
  • আমাশয় ভালো হয়
  • শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করে
  • আরো জানুন:
  • হৃদরোগ প্রতিরোধ করে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • রক্ত সঞ্চালন বাড়ায়

কালোজিরার বিশেষত্ব

কালোজিরা শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার অনেক ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয়। কালোজিরার এই তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কালোজিরা তেলে রয়েছে ফসফেট, আয়রন এবং ফসফরাস। কালোজিরার তেল চেহারার কোমলতা ও সৌন্দর্য বৃদ্ধিতে টনিকের মতো কাজ করে।

প্রাচীন কাল থেকেই কালোজিরা নানাবিধ রোগের ঔষধ এবং প্রতিরোধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। অতি গ্রাম কালোজিরায় রয়েছে অনেক উপকারী উপাদান: যেমন প্রোটিন, ভিটামিন বি, নিয়াসিন , ক্যালসিয়াম , আয়রন , ফসফরাস কপার জিংক এবং ফোলাসিন।

উপসংহার: কালো তিল খাওয়ার উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি আপনারা এই কালো তিল খাওয়ার উপকারিতা Blog থেকে অনেক উপকার পাবেন। ব্যক্তি জীবনে আমিও এ তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে কালো তিল খাওয়া শুরু করেছি।

দৃষ্টি আকর্ষণ: প্রিয় ভিজিট, জীবনে চলার পথে কাজ চাকরি-বাকরির পাশাপাশি আমাদের শারীরিক সচেতন থাকা দরকার। সামনে রেখেই আপনাদের জন্য অনেক তথ্য বহুল আলোচনা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়।

অনুরোধ: আমাদের হেলদি ফুড এই ক্যাটাগরিতে অনেকগুলো ফল এবং খাবার সম্পর্কে সব বিস্তারে আলোচনা করা হয়েছে। আশা করছি এখানে প্রবেশ করলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন। পরিশেষে ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here