২০২৪ সালে সঠিক নিয়মে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্ট পড়লে আপনি জানতে পারবেন কিভাবে একটি নতুন উপায় অ্যাকাউন্ট খুলতে হয়।
উপায় সম্পর্কে:
উপায় বাংলাদেশের একটি উদীয়মান অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
উপায় একাউন্ট খোলার নিয়ম 2024
অন্যান্য মোবাইল ব্যাংকিং সুবিধা ,যেমন: বিকাশ, নগদ, এগুলোর মত দুইটি উপায়ে একাউন্ট খুলতে পারবেন।
যথা:
- উপায় অ্যাপ ব্যবহার করে Self রেজিস্ট্রেশন।
- স্থানীয় উপায় এজেন্ট দোকানে গিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন।
যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা ঘরে বসে কোন প্রকার বাড়তি ডকুমেন্ট ছাড়া একটি উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু এজেন্ট পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুলতে চাইলে কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে।
উপায় অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন:
উপায় অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনার যা যা প্রয়োজন হবে তা হলো:
অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য একটি সিম প্রয়োজন । যে সিমে আগে কোন উপায় একাউন্ট রেজিস্টার করা হয়নি।
একাউন্ট যার নামে করবেন তার জাতীয় পরিচয় পত্র।
যার নামে রেজিস্টার করবেন তার নিজে ফেস ভেরিফিকেশনের জন্য উপস্থিত থাকতে হবে।
- একটি স্মার্ট ফোন।
- ইন্টারনেট সংযোগ।
- একটি সংক্রিয় মোবাইল নাম্বার।
আপনি যদি স্থানীয় উপায়ে এজেন্ট পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুলতে চান,তবে আপনার বাড়তি কাগজপত্র হিসেবে আইডি কার্ডের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে।
অ্যাপের মাধ্যমে উপায় একাউন্ট খোলার নিয়ম
প্রথমে আপনার স্মার্টফোনে গুগল প্লে- স্টোর থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করতে হবে।
প্লে- স্টোরে গিয়ে “Upay” লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন।
তারপর অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
আ্যপটি চালু করার পর প্রথম পেইজে, আপনাকে একাউন্ট রেজিস্টার করার ও লগইন করার অপশন দেখাবে। এখানে রেজিস্ট্রেশন করার অপশনটিতে ক্লিক করুন।
উপায় একাউন্ট খোলার নিয়ম
এখন, আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট খুলতে চাচ্ছেন, সেই নাম্বারটি লিখুন। ১১ সংখ্যার মোবাইল নাম্বার লেখার পর আপনার সিম সিলেক্ট করুন।
যদি আপনাকে কেউ রেফার করে তাহলে তার রেফারেল কোডটি নিচের ঘরে বসিয়ে দিন( ঐচ্ছিক)। তারপর,”আপনার নাম্বার যাচাই করুন” অপশনটিতে ক্লিক করুন। এখন, আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি OTP কোড পাঠানো হবে। কোডটি লিখে ভেরিফাই সম্পন্ন করুন।
আইডি কার্ড ও নিজের ছবি দিন।
এখন, উপায় অ্যাপ থেকে আপনাকে একটি নির্দেশনা দেওয়া হবে। এখানে প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র/NID কার্ডের সামনে এবং পিছনের ছবি তুলে আপলোড করতে হবে।
তারপর আপনার চেহারার সেলফি তুলতে হবে।
এখানে তিনটি স্পষ্ট ছবি তুলে আপলোড করতে পারলে আপনার দেওয়া তথ্য যাচাই করা হবে।
তথ্য যাচাই করার পর আপনার কাছে আরো কিছু তথ্য জানতে চাইবে।
লিঙ্গ ও পেশা নির্ধারণ।
এখানে, আপনার পেশা এবং আপনার লিঙ্গ সিলেক্ট করুন।
সর্বশেষ ঘরে আপনি চাইলে একটি ইমেইল এড্রেস যুক্ত করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্রের তথ্য নিশ্চিতকরণ।
পূর্বে, আপনি আপনার এনআইডি কার্ডের যে ছবি আপলোড করেছেন, সেই ছবির প্রেক্ষিতে আপনার সামনে এনআইডি কার্ডের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা হবে।আপনার এই তথ্যগুলো ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিন।এক্ষেত্রে নিজের নাম,ঠিকানা, এনআইডি নাম্বার,পিতা-মাতার নাম, জন্ম তারিখ খেয়াল করুন।
রেজিস্ট্রেশন সাবমিট করুন।
এখন, “Agree with Upay Terms of services and privacy policy”লেখা ঘর গুলোতে টিক দিয়ে দিন।
তারপর কনফার্ম বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সাবমিট করতে হবে।
পিন কোড সেট করুন।
এখন,আপনার উপায় একাউন্টে নিরাপত্তার জন্য একটি পিন কোড সেট করে নিন। পিন কোড সেট করার জন্য স্মার্টফোনের স্ক্রিনে চার সংখ্যার একটি পিন কোড লিখুন। তারপর পুনরায় কোডটি লিখে কনফার্ম করুন।
- পিন কোড দেওয়ার ক্ষেত্রে উপায় এর কিছু শর্ত রয়েছে।
- পিন কোডের প্রথম সংখ্যা “শূন্য/০” দিতে পারবেন না।
- একই সংখ্যা বারবার ব্যবহার করে পিন কোড তৈরি করা যাবে না যেমন: ১১১১১/২২২২২/৩৩৩৩৩/৮৮৮৮৮/
- ধারাবাহিকভাবে একই সংখ্যার পিন কোড ব্যবহার করা যাবে না যেমন: ১২৩৪৫
উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে পিন সেট করলেই একাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ সঠিক নিয়মে আপনার উপায় একাউন্ট খোলা হয়ে যাবে।
উপায় অ্যাপ এ লগইন করুন
সঠিকভাবে পিনকোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে। যে নম্বর দিয়ে আপনি ওপা একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন উক্ত নাম্বার এবং upay code পিন কোড দিয়ে একাউন্ট লগইন করতে পারবেন।
উপায় একাউন্ট কোড । upay code
বিকাশ নগরের মত উপায়ের একটি কোড রয়েছে। উপায় একাউন্ট চেক করার কোডটি হল: USSD *268# ডায়াল করে উপায় সকল সেবা গুলো উপভোগ করতে পারবেন।
উপায় একাউন্টের সুবিধা । উপায় একাউন্ট খোলার নিয়ম
অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান গুলোর মত উপায়ও অনেক ধরনের ফিচার রয়েছে। যা সরাসরি বাংলাদেশের জনগণকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।
তার মধ্যে অন্যতম যেমন: ক্যাশ আউট, বিল পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, সেন্ড মান, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ, ইত্যাদি সহ অন্যান্য সেবা প্রদান করে যাচ্ছে।
উপায় একাউন্ট রেফার বোনাস । উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় এর রেফার অপশন চালু আছে। আপনি চাইলে একটি উপায়ে একাউন্ট রেফার করলে ১০ টাকা বোনাস পেতে পারেন। আপনার রেফার কোড ব্যবহার করে যতগুলো উপায় একাউন্ট খোলা হবে, অতি উপায় একাউন্ট খোলার জন্য বিনিময়ে আপনাকে দশ টাকা একাউন্টে যুক্ত করে দেয়া হবে।
উপায় একাউন্ট খুলে কত টাকা বোনাস ? । উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় একাউন্ট করলে নতুন গ্রাহকরা সর্বমোট ৭৫ টাকা পেতে পারেন। তবে এ ৭৫ টাকা বোনাস পেতে হলে কিছু নিয়ম-নীতি অনুসরণ করতে হয়। যেমন নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে উপায় অ্যাপ ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করা লগইন করার সাথে সাথে ২০ টাকা সাথে সাথে বোনাস পাবেন।
রেজিস্ট্রেশনের ৩০ দিনের মধ্যে কমপক্ষে ৫০০ টাকা ক্যাশ ইন বা এডমানি করলে আরো ২০ টাকা পাবেন। ৩০ দিনের মধ্যে নিজের নাম্বার ে ৪০ টাকা মোবাইল রিচার্জ করলে আরো ২০ টাকা বোনাস পাবেন। ৩০ দিনের মধ্যে কমপক্ষে ১০০ টাকা পেয়ে বিল বা মার্চেন্ট পেমেন্ট করলে আরো 15 টাকা বোনাস পাবেন অর্থাৎ নতুন গ্রাহকরা মোট 75 টাকা বোনাস পাবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
বাটন ফোন দিয়ে নিজে নিজে উপায়ে একাউন্ট খোলার কোন সুযোগ নেই। আপনার জন্য পরামর্শ হলো নিকটস্থ কোনো এজেন্ট থেকে উপায় একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী খুলে নিন।
সেক্ষেত্রে আপনার একটি সিম এবং এনআইডি কার্ড নিয়ে নিকটস্থ এজেন্ট দোকান বা এজেন্টের কাছে যেতে পারেন।
উপসংহার: উপায় একাউন্ট খোলার নিয়ম 2024 সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। উপায় বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন না করলেও ভবিষ্যতে এটা বিকাশ বা নগদকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের ওয়েব সাইটে প্রবেশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
More : বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2024
Friends I am a teacher as well as health, technology, product review, online income, writing on national, international and Islamic subjects Etc.