ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম

0
5
ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম
ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনি যদি একজন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত।

বর্তমান বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ ইসলামী ব্যাংক ব্যবহার করে থাকেন। ধরে নেয়া যায় জনপ্রিয় তার শীর্ষে ইসলামী ব্যাংক পিএলসি বর্তমানে অবস্থান করছে ।

যদিও আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পরে ইসলামী ব্যাংক বন্ধ হওয়ার ব্যাপারে বা দেউলী হওয়ার ব্যাপারে অনেক রকম কথাই শোনা গেছে। সবকিছুকে পিছনে ফেলে ইসলামী ব্যাংক আবারও গ্রাহক চাহিদার শীর্ষ অবস্থান করছে। এবং নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে।

আমি ব্যাংকের কোন কর্মকর্তা হিসেবে নয় একজন সাধারন ব্যবহারকারী হিসেবে এই তথ্য প্রদান করছি। ইসলামী ব্যাংক ইসলাম এর সাথে সামঞ্জসশীল রেখে পরিচালনা হওয়ার কারণে ধর্মবিরু গ্রাহকগণ ইসলামী ব্যাংক টি এল সি ব্যবহার করে থাকেন।

ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম

চলুন জেনে নেয়া যাক ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে।

প্রথমে ব্যাংক থেকে প্রাপ্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি চেক হাতে নিন।

Pay To …….

এই অপশনে ব্যাংক থেকে অর্থ উত্তোলনকারীর নাম বসিয়ে দিন।

The Sum of Taka ……

এই অপশনে টাকার পরিমান, কথা এবং আঙ্কে লিখুন। যেমন: 20.000 BDT ২০ হাজার টাকা মাত্র।

উত্তোলনের তারিখ প্রদান করুন।

Please sign above the line……

এ অপশনে শুধুমাত্র একাউন্ট হোল্ডার অর্থাৎ যার নামে একাউন্ট করা সেই ব্যক্তির স্বাক্ষর প্রদান করুন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেক এর পিছনে অ্যাকাউন্ট হোল্ডারের দুইটি স্বাক্ষর ও মোবাইল নাম্বার এবং যে ব্যক্তি টাকা তুলবে তার দুটি স্বাক্ষর ও মোবাইল নাম্বার প্রদান করুন।

বাংলাদেশে প্রচলিত সকল ব্যাংক এর চেক লেখার নিয়ম প্রায় একই রকম। চেক লেখার সময় দেখা যায় আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। কি লিখবো বা কি লিখবো না! সাধারণত ব্যাংকের চেক একটি গুরুত্বপূর্ণ কাগজ তাই এখানে আমরা কনফিউজ হয়ে পড়ি। আশা করছি আপনারা উপরের তথ্য থেকে ইসলামী ব্যাংকে চেক লেখার সঠিক নিয়ম সম্পর্কে জেনে গেছেন।

More: রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম

আপনাদের সুবিধার্থে…

নিচে আরো সুন্দর করে ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে তুলে ধরা হলো।

যেকোনো ব্যাংকের চেক লেখার আগে সতর্কতা!

ইসলামী ব্যাংকের চেক লেখার আগে যে সতর্কতা সম্পর্কে আপনাকে অবশ্যই জানা উচিত।

  • ব্যাংকের চেক লেখার ক্ষেত্রে কাটা/কাটি করা যাবে না ।
  • Please sign above the line…  এখানে অবশ্যই ব্যাংক হোল্ডারের সঠিক সিগনেচার দিতে হবে, অ্যাকাউন্ট করার সময় যে সিগনেচার ব্যবহার করেছেন।
  • যেকোনো এক ভাষায় ব্যাংকের চেক লিখতে হবে। English our Bengali.
  • টাকার পরিমান অংকে লিখার পরে, উল্লেখিত চিহ্ন ব্যবহার করুন, ( /- )
  • কাটাকাটি ব্যতীত অর্থ উত্তোলনের সঠিক তারিখ লিখতে হবে।
  • চেকের অপর পৃষ্ঠায় একাউন্ট মালিকের সঠিক স্বাক্ষর মোবাইল নাম্বার দিতে হবে।
  • টাকার পরিমাণ এর মধ্যে ফাঁকা রাখা যাবে না।

চেক লেখার আরো টিপস

  • বন্ধুগণ আর্টিকেল পড়ে অনেক সময় চেক লেখার সঠিক নিয়ম বুঝতে না পারলে আপনি রূপালী ব্যাংক চেক লেখার নিয়ম লিখে ইউটিউবে সার্চ করুন।
  • এবং একজন সঠিক ব্যক্তি থেকে পরামর্শ নিন। যেমন অনেক জনপ্রিয় youtube চ্যানেল অথবা অনেক জনসমর্থিত ইউটিউব ভিডিও থেকে সহযোগিতা নিন।

More: নতুন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

FAQs

ব্যাংকের চেক হারিয়ে গেলে কি করব ?

যদি আপনার লেখা ব্যাংকের চেক হারিয়ে যায়, অথবা না লেখা ব্যাংকের চেক হারিয়ে যায়, তাহলে অতিসত্বর নির্ধারিত ব্যাংক শাখায় দ্রুত যোগাযোগ করুন। ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর পরে কর্তৃপক্ষ আপনার চেয়ে একটি বাতিল করে দিবেন।

ব্যাংকের চেক লেখার ক্ষেত্রে ভুল হলে কি করব ?

চেক লেখার ক্ষেত্রে যদি কোন ভুল তথ্য প্রদান করা হয়, তাহলে বেশি কাটাকাটি না করে শুধুমাত্র একটি দাগ দিয়ে ভুল তথ্যটি কেটে দিন।  তারপরে আশেপাশের ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখে দিবেন।

সর্বশেষ কথা

ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো : যেকোনো ব্যাংকের চেক লেখার আগে অবশ্যই নিয়মকানুন যেন এবং সতর্কতার সাথে ব্যাংকের চেক লিখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here