আপনি কি ইলেকট্রিক চুলা কিনবেন ভাবছেন, ইলেকট্রিক চুলা দাম এ বিষয়ে আপনি জানতে চান অর্থাৎ কোন কোম্পানির ইলেকট্রিক চুলা কিনবেন অথবা ইলেকট্রিক চুলার দাম কত তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য, কারণ আজকের এই আর্টিকেলে আমি বিভিন্ন ইলেকট্রিক চুলার দাম সম্পর্কে তুলে ধরেছি তার মধ্যে রয়েছে ওয়ালটন মিয়াকো এবং ভিশন ইলেকট্রিক চুলার দাম |
ইলেকট্রিক চুলা কি?
আপনি যদি এখনো না জেনে থাকেন যে, ইলেকট্রিক চুলা কি? তাহলে এটা জেনে নিন, যে ইলেকট্রিক চুলা হচ্ছে, রান্নার জন্য ব্যবহৃত একটি বিদ্যুৎ চালিত যন্ত্র , যা বিদ্যুতের শক্তিতে তাপ দিয়ে চুলায় রূপান্তরিত করে খাবার প্রস্তুত করে, সাধারণত এটি একটি সমতল পৃষ্ঠে স্থাপন করা হয় , যেখানে পাত্র রেখে রান্না করা হয়, এটিকেই মূলত ইলেকট্রিক চুলা বলা হয়|
ইলেকট্রিক চুলার প্রকারভেদ সমূহ
সাধারণত প্রত্যেকটি বস্তুর একটি প্রকারভেদ রয়েছে, যেমন ইলেকট্রিক চুলার প্রকারভেদ আছে, চলুন জেনে নেই…।
ইলেকট্রিক তুলা মূলত তিন প্রকার, হ্যালোজেন ইলেকট্রিক চুলা, সিরামিক চুলা, ইন্ডাকশন ইলেকট্রিক চুলা।
ইন্ডাকশন চুলা: এটি সবচেয়ে জনপ্রিয় এক ধরনের ইলেকট্রিক চুলা । এতে একটি চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়, যা চুলায় রাখা ধাতব পাত্রকে দ্রুত গরম করে। এই চুলা ‘টি শক্তিশালী এবং বিদ্যুৎ সাশ্রয়ী এবং খুব দ্রুত গরম হয়।
হ্যালোজেন চুলা : হ্যালোজুলা এটি একটি হ্যালোজেন ল্যাম্পের মাধ্যমে তাপ উৎপন্ন করে খুব দ্রুত গরম হয় এবং অল্প সময়ের মধ্যে রান্নার উপযোগী হয়ে ওঠে। এটিও দেশ জনপ্রিয় ইলেকট্রিক চুলা ব্যবহারকারীদের কাছে।
সিরামিক ইলেকট্রিক চুলা : এটি একটি গেলাস সিরামিক পিষ্ট এর মাধ্যমে তাপ উৎপন্ন করতে পারে । ইন্ডাকশন চুলার তুলনা এটি ধীরগতিতে গরম হয় । তবে এতে বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করা যায়। যার কারণে এটিও লোকের কাছে জনপ্রিয়।
এটা জেনে আপনার অনেক উপকার হবে কেউ আপনি কোন প্রকার চুলা কিনবেন, কারণ একজন দোকানদার অবশ্যই আপনাকে তার লাভের দিকে লক্ষ্য রেখে পরামর্শ দিবে। তাই প্রথমে আপনি এটা ডিসাইড করুন যে কোন ইলেকট্রিক চুলা আপনি ব্যবহার করে লাভবান হবেন।
চলুন সকল প্রকার ইলেকট্রিক চুলার দাম জেনে নেই।
ওয়ালটন ইলেকট্রিক চুলা দাম 2024
ওয়ালটন ইলেকট্রিক চুলার দাম মূলত ( ৪ হাজার) থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত বর্তমান মার্কেটে আছে। এমনি বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রিক প্রোডাকে পল্টনের জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি। দেশীয় কোম্পানি হওয়ায় এটির প্রতি দেশের মানুষের আলাদা একটি ভালোবাসা রয়েছে।
ওয়ালটন ব্র্যান্ডের কয়েকটি মডেলের ইলেকট্রিক চুলা রয়েছে । যদি আপনি ওয়ালটন ইন্ডাকশন চুলা কিনতে চান তাহলে আপনার 4000 টাকা থেকে 6000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের মডেলের ইলেকট্রিক চুলা পেয়ে যাবেন।
আপনি যদি ওয়ালটন ব্যান্ডের ইলেকট্রিক চুলা কিনতে চান তাহলে নিচের তালিকা দেখে নিন। এবং নির্ধারিত একটি মডেলের চুলা নির্বাচন করুন। তারপর সেই মডেলের দাম দেখে নিন এবং যদি বাজেট মিলে যায় তাহলে নিকটস্থ ওয়ালটন শোরুম থেকে চুলাটি কিনতে পারবেন।
ওয়ালটন ইলেক্ট্রিক চুলার মডেল ও দাম
- walton ইন্ডাকশন কুকার : ৪,২০০ টাকা।
- ওয়ালটন ( WI-F15) ইন্ডাকশন চুলা ১৮০০ ওয়াট এবং টাচস্ক্রিন কন্ট্রোল প্যানেল চুলার দাম : ৪.৫৯০ টাকা।
- ওয়ালটন টাচস্ক্রিন কন্ট্রোল প্যানেল, একাধিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ইলেকট্রিক চুলার দাম : ৪.৫৯০ টাকা।
- ওয়ালটন ইন্ডাকশন চুলা ( model no. WIR-KS-20) দাম : ৬০০০ টাকা।
- walton ইন্ডাকশন মার্জিত ফুল টাচ স্ক্রীন কন্ট্রোল প্যানেল চুলার দাম: ৬,০০০ টাকা।
More: পুরুষদের কেগেল ব্যায়াম করার নিয়ম
উপরে উল্লেখিত তালিকায় ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের চুলার দাম উল্লেখ করা হলো। ওয়ালটন ইলেকট্রিক চুলা কিনতে চাইলে আপনি এখান থেকে যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন। এবং শোরুম থেকে আপনার থেকে বেশি দাম চাইতে পারবে না। যত সঠিক তথ্যটি আপনি পেয়ে গেছেন।
ভিশন ইলেকট্রিক চুলা দাম 2024
বর্তমান সময়ে বহুল জনপ্রিয় ভিশন ইলেকট্রিক চুলা, অনেকেই আমরা ভীষণ কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, এটা জেনে রাখা ভালো যে ভিশন ইলেকট্রিক অনেক ধরনের চুলা রয়েছে, ভিসন ইলেকট্রিক চুলার দাম নিচে তুলে ধরা হলো।
- ইনফ্রারেড ইলেকট্রিক চুলা : ২৯৯০ টাকা হতে ৪৫০০ টাকা পর্যন্ত ইলেকট্রিক চুলা রয়েছে।
- ইনডাকশন ইলেকট্রিক চুলা : ৩৫০০ হতে ১২০০০ টাকা পর্যন্ত ইলেকট্রিক চুলা রয়েছে।
- হ্যালোজেন ইলেকট্রিক চুলা : ৪০০০ হতে ৮০০০ টাকা পর্যন্ত হ্যালোজেন ইলেকট্রিক চুলা রয়েছে ভিশন কোম্পানির।
মিয়াকো ইলেকট্রিক চুলার দাম ২০২৪
চলুন জেনে নেয়া যাক , বর্তমান বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড মিয়াকো ইলেকট্রিক চুলার বর্তমান দাম।
ইলেকট্রিক চুলার ধরন | বর্তমান মূল্য |
---|---|
Vision Induction VSN-XI-1201 | 3,750 TK |
Vision Induction VSN-1206 | 3,850 TK |
Vision Induction VSN-XI-211 | 4,100 TK |
Vision Electronic VSN-1204 | 4,200 TK |
upcoming | .. |
আরো পড়ুনঃ দামে সেরা ৫টি স্মার্টওয়াচ
আমাদের প্রোডাক্ট এই ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে সব বিস্তারে আলোচনা করা হয়েছে। আশা করছি এখানে প্রবেশ করলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন।
আর্টিকেলটি ভালো লাগলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করুন ধন্যবাদ।
I am Md Omar Farooq I have been blogging for a long time