কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো

0
15
কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো
কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো

কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো ? গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার
একদম সহজ উপায় জিপি কাস্টমার কেয়ারে কথা বলা যাবে এখন থেকে।

কয়েক ধাপে জিপি কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন।

কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো

১২১ জিপির কাস্টমার কেয়ার নাম্বার। প্রথমে এই নাম্বারে কল করতে হবে এরপরে বাংলায় কথা বলার জন্য ১ চাপতে হবে এরপর ০  চাপতে হবে। এরপর কিছু সময় অপেক্ষা করলে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে সরাসরি কথা বলবেন। জিপি কাস্টমার কেয়ার প্রতিনিধি প্রথমে তার পরিচয় বলবে এবং আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আপনার কাছে জিজ্ঞেস করবে। জিপি কাস্টমার কেয়ারে কথা বলার সময় আপনার ফোন নাম্বার থেকে টাকা কাটা হবে।

অথবা কল করতে হবে  01711-111111  এই নাম্বারে ফোন করলে একজন জীবিকা তোমার কেয়ার প্রতিনিধি আপনার ফোন রিসিভ করে আপনার সাথে কথা বলবে আপনার উপরোক্ত অভিযোগ জানাতে পারবেন।

১৫৮ এই নাম্বারে জিপি সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে কল করতে পারেন। এই নাম্বারে ফোন করলে কোন টাকা কাটবে না এবং আপনি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন।

কিভাবে মেসেজের মাধ্যমে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো?

মাই জিপি অ্যাপ ডাউনলোড করুন: এরপর মাই জিপি অ্যাপ ব্যবহার করে অ্যাপ এর মাধ্যমে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জিপি কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন যেমন facebook বা twitter মেসেজ করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ওয়েবসাইটের মাধ্যমে জিপি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন।

অন্যান্য তথ্য: জিপির কাস্টমার কেয়ারে সপ্তাহে 7 din ২৪ ঘন্টা খোলা থাকে।

আপনি যদি বিদেশ থেকে কল করেন তাহলে 01711-111111 এই নাম্বারে কল করতে হবে।

জিপির অফিসিয়াল ওয়েবসাইট এটি  যে কোন তথ্য জানতে বা কথা বলতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।

জিপি বর্তমান বাংলাদেশের নাম্বার ওয়ান নেটওয়ার্ক হলেও এতে টাকা বেশি কাটে।

আপনি যদি ভালো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই জিপি সিম ব্যবহার করতে পারেন।

জিপি সিম যে কোন জায়গায় যেকোন সময় ভালো নেটওয়ার্ক প্রদান করে।

গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার

  • 121
  • 01711-111111

উপসংহার: সংক্ষিপ্ত পোষ্টের মাধ্যমে কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবেন এ বিষয়ে আলোচনা করা হলো। অন্যান্য তথ্যগুলো জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here